কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ  ছাত্র সমাজের নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে নীলফামারী ৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেছেন ছাত্রদের একটি গৌরবোজ্জল ঐতিহ্য ছিল।
ছাত্ররা শুধু নিজেদের অধিকারই নয়, দেশ ও জাতীর স্বার্থে আন্দোলন সংগ্রামে  নিজেদের জীবন উৎসর্গ করেছে। বর্তমানে ছাত্রদের গৌরবোজ্জল ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে। তিনি আরো বলেন, অন্যন্য রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষের দৃষ্টি এখন জাতীয় পার্টির দিকে। আগামী দিনে জাতীয় পার্টিতে আস্থা রাখতে চায় মানুষ। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরনের জন্য পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া সংগঠন ছাত্র সমাজকে শক্তিশালি করার বিকল্প নেই। শনিবার বিকাল ৫ টার দিকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজের ৩৮তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কিশোরীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজ কর্তৃক আয়োজিত অনুষ্টানে  প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল ইসলাম স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আলম হোসেন, বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ফজলার রহমান, জাতীয় পার্টির নেতা সুজাউদ্দোলা লিপটন, দেলোয়ার হোসেন দুলাল, সাইদুল ইসলাম।নীলফামারী জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক মাহমুদ হাসান অয়ন, কিশোরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্টান শেষে আগামী ইউনিয়ন পরিষদ নিবার্চনে  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ  সদর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর হাতে লাঙ্গল প্রতীক তুলে দিয়ে তাঁকে প্রার্থী হিসাবে ঘোষনা দেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে