ডেস্ক রিপোর্ট : জুন মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে আগামীকাল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়া সিরিজের অপর দল নিউজিল্যান্ড। উদ্বোধনী দিন স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের যোগ্যতার বলেই অষ্টম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। র‌্যাংকিং-এ শীর্ষ আট-এ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার দারুন সুযোগ পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের তৈরি করে নিবে টাইগাররা। দেশ ছাড়ার আগে তেমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এজন্য ত্রিদেশীয় সিরিজ জয় করতে চান ম্যাশ, ‘অবশ্যই ত্রিদেশীয় সিরিজ জিততে চাই আমরা। ত্রিদেশীয় সিরিজ জিততে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর সুযোগ তৈরি হবে। নয়তো চাপ সৃষ্টি হবে আমাদের ওপর। মানসিক প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। মানসিক প্রস্তুতিটা ভালো না হলে সবকিছুই কঠিন হয়ে যাবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজেদের তৈরি করতে গেল ২৭ এপ্রিল ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। সাসেক্সে নয়দিনের অনুশীলন পর্ব শেষ করে গেল ৭ মে আয়ারল্যান্ডে অবতরণ টাইগাররা। সাসেক্সের মাঠে দু’টি অনুশীলন ম্যাচও খেলেছে তারা। প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, সাসেক্সে সেকেন্ড একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৩৪ রানে জয় পায় টাইগাররা।
এরপর আয়ারল্যান্ডে এসেও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে মাশরাফির দল। গতকাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটে ৩৯৪ রান করে ১৯৯ রানের বড় জয়ের স্বাদ নেয় টাইগাররা। তিনটি প্রস্তুতিমূলক ম্যাচেই তিন শতাধিকের উপরেসহ মোট ১০৫৩ রান করেছে বাংলাদেশ। তাই ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতিটা যে ভালো হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
ত্রিদেশীয় সিরিজে প্রত্যক দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। প্রত্যক দলের চারটি করে ম্যাচ। শীর্ষ পয়েন্ট পাওয়া দলটি হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা দলটি হবে রার্নাস-আপ।

ত্রিদেশীয় সিরিজের সূচী :তারিখ ম্যাচ ভেন্যু
১২ মে ২০১৭ বাংলাদেশ-আয়ারল্যান্ড মালাহিড
১৪ মে ২০১৭ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড মালাহিড
১৭ মে ২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্লোনটার্ফ
১৯ মে ২০১৭ আয়ারল্যান্ড-বাংলাদেশ মালাহিড
২১ মে ২০১৭ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড মালাহিড
২৪ মে ২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্লোনটার্ফ
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

বি/এ/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে