জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১৯ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ১৯ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন।

এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানের এক পর্যায়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যদের নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন। এছাড়া অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ উপ-পরিচালক আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ শাহীনূর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন,বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে