মশিয়ার রহমান, ডিমলা প্রতিনিধি: চুরি করা মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ।

ডিমলা থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর/২০২২ইং তারিখ গভীর রাতে ডালিয়া নতুন বাজারের আদিল টেলিকম হইতে বিভিন্ন মডেলের ৫৫টি মোবাইল ফোন চুরি হইলে টেলিকমের স্বত্বাধীকারী মো: রবিউল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানাধীন কালিকাপুর (চোরপাড়া) গ্রামের আইনুল হকের পুত্র হোমিনুরসহ অজ্ঞাত ১ জনের নামে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-১০, তারিখ-১২ সেপ্টেম্বর-২০২২, ধারা: ৪৬১/৩৮০ দ:বি:।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর দিন গত রাতে ডিমলা থানার এসআই জাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক পুলিয় টিম নীলফামারী সদর উপজেলার চোরাইখোলা ইউনিয়নের দালালের বাজার ফারুক হোসেনের মুদির দোকানে অভিযান চালিয়ে দোকান থেকে ৩০টি চোরাই মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী চোরাইখোলা হুকলিপাড়া গ্রামের সফিয়ার রহমানের পুত্র ফারুক হোসেন (২৮), সংগলশী গ্রামের আমিনুর রহমানের পুত্র সাদিকুল ইসলাম (৪০), খোকশাবাড়ী সরকারপাড়া গ্রামের গিরিজা কান্ত রায়ের পুত্র চন্দন কুমার রায় (২১)। এ বিষয় ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমান ও ওসি তদন্ত বিশ্বদেব রায় বলেন-ফারুক হোসেন চোরচক্রের কাছ থেকে স্বল্পদামে মোবাইল ক্রয় করে তার মুদির দোকানে রেখে বিক্রি করিয়া আসিত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে চন্দনের মোবাইল ফোন ট্রাকিং করে তাদেরকে ধরতে সক্ষম হই।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন এলাকায় সঙ্ঘবদ্ধভাবে জনসাধারণের কাছ থেকে সু-কৌশলে মোবাইল ফোন চুরি করে।

অপর দিকে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনীয়-২০২২ ধারায় এসআই রোস্তম আলীর নেতৃত্বে রাতে পূর্ব খড়িবাড়ী টাপুরচর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মো: শাহ্ জামাল (২১) ও মৃত: রহমানের পুত্র সমছের আলী (৫৫) নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে ওসি তদন্ত বিশ্বদেব রায় এই প্রতিবেদককে জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে