কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ  লাঙ্গল মার্কার প্রার্থী আখতারুজ্জামান মিঠুর পক্ষে ভোট না করায় মিঠু বাহিনী কর্তৃক হামলার স্বীকার হয়েছেন গোলাম ফরিদ লাল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা ৭.৩০ মিনিটে,কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর পাড়া ক্যানেল ব্রীজ সংলগ্ন এলাকায়। অভিযোগে জানাযায় ১৩/১১/২০২১ইং তারিখে সন্ধা ৭.৩০ মিনিটে চশমা প্রতীকের ভোট প্রচারনা শেষ করিয়া বাড়ি যাওয়ার পথে হোসেন আলী বাড়ির সামনে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান মিঠু, বিজিবি নায়েক ব্যাচ নং-৬৭৫৯৫ আনোয়ার হোসেন (দুদু), আকতাবুজ্জামান (যাদু), মোঃ তুহিন ইসলাম, লিপটন মিয়া, মোরশেদুল হক, লেজু মিয়া, ধেনু মিয়া, সিপন মিয়া, দিলিপ হোসেন, সুজা মিয়া,মোস্তফা,সাজু মিয়াসহ লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে গোলাম ফরিদ লাল মিয়ার মাথায় আঘাত করেন।

আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেছে হামলার স্বীকার গোলাম ফরিদ লাল মিয়ার ছেলে নাসিম মিয়া। এ ব্যাপারে রির্টানিং কর্মকর্তা সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে