অধিনায়ক তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় স্কোর গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করেছে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ, তিনজনই ৬৪ রান করে করেন। ৮১ বলে ৩টি চারে ৫১ রান করেন সাকিব।
তামিম ৮০ বলে ৩টি চার ও ১টি ছক্কায়, মুশফিক ৫৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এবং ৩টি করে চার-ছক্কায় নিজের অপরাজিত ইনিংসটি খেলেন মাহমুদুল্লাহ।
এছাড়া নাজমুল হোসেন শান্ত ২০, সৌম্য সরকার ৭, মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৫ ও লিটন দাস শুন্য রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ-রেইমন রেইফার ২টি করে উইকেট নেন।
প্রথম দু’টি জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে