ডেস্ক রিপোর্টঃ ফটিকছড়ি ও চন্দনাইশে পৃথক অগ্নিকাণ্ডে ২৪টি দোকান, ৩টি সেমিপাকা ও ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) ভোরে ফটিকছড়ির ভূজপুর ও চন্দনাইশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন পিবিএকে জানান, ভূজপুর এলাকায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোর ৫টার দিকে ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চন্দনাইশে নুরুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে