ডেস্ক রিপোর্টঃ ২০২১ সালের মধ্যে আইটি-আইটিইএস খাতে রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি দেশে ২০ লাখ আইটি স্পেশালিস্ট গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

পলক বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এলআইসিটি প্রকল্প দেশব্যাপী গুণগত প্রশিক্ষণ প্রদান করছে। যা ইতোমধ্যে ৬ হাজার ছাড়িয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ফরহাত আনোয়ার, এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, আইবিএ’র সহকারী অধ্যাপক মো. রেজাউল কবির।

বিশেষ অতিথি হিসেবে প্যানেল আলোচনায় অংশ নেন বেসিসের প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বিক্রয় ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী এবং আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের পরিচালক কমলেশ ভায়াস।

পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে