y07.05

বিডি নীয়ালা নিউজ(৬ই জুলাই  ২০১৬ইং) গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ গোলাপগঞ্জে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, কতিপয় দূষ্কৃতিকারীর হাতে দেশ জিম্মি হতে পারে না। যারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে মানুষের জানমালের ক্ষতি সাধন করতে চায়, তাদেরকে কোন ভাবেই রেহাই দেয়া ঠিক হবে না। দলমত নির্বিশেষে সম্মিলিত ভাবে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে আমাদের কাজ করতে হবে। এতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদেরকে সহযোগীতা করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে আলেম-উলামা ও মসজিদের ইমামগণ এ ব্যাপারে ওয়াজ নসিহতের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি লক্ষে কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, নব-নির্বাচিত আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ। এতে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাশ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ওয়ারিছ উদ্দিন, গোলাপগঞ্জ থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী ইসমাঈল আলী, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার লুৎফুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নেতা শিক্ষক কাজল কান্তি দাশ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাওসার হোসেন তেরা মিয়া, পূজা উদযাপন পরিষদের অজামিল চন্দ্র নাথ, সাবেক ছাত্র নেতা আব্দুল হানিফ খান প্রমুখ। এ সময় পবিত্র ঈদ-উল ফিতরের ঈদের নামাজে সতর্ক থেকে ধর্মীয় অনুষ্ঠানাদী পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে