গোলাপগঞ্জ প্রতিনিধি: “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী বের করা হয়।  র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ক্রেডিট সুপারভাইজার রনধীর দেবনাথের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

রাহি আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ।

বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুস চৌধুরী, গোলাপগঞ্জ হকি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সভাপতি রুহুল আহমদ, ট্রেনিং প্রাপ্ত স্বাবলম্বী যুবতী ফারজানা বেগম, এইচএম সেলিম, শেখ নুরুল ইসলাম, এস রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, তামিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শেষে দর্জি বিজ্ঞানে নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, যুব উন্নয়ন কর্তৃক উপজেলায় রেজিষ্ট্রেশনকৃত তিনটি যুব ক্লাবে মোট ১লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে