UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(৬ই  মে১৬)-আজিজ খান(গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি): গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার প্রচার প্রচারণনার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সকল সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দন অংশ গ্রহণ করেন।

ঢাকা দক্ষিণ ইউনিয়নঃ গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান উজ্জ্বল এর সমর্থনে বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় ঢাকাদক্ষিন বাজারে গনসংযোগ ও পথসভা করেন। সভায় সভাপতিত্ব করেন রায়গড় গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ময়না মিয়া সাহেব। সভা সঞ্চালনা করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান উজ্জ্বল, আব্দুল মালিক লাল মিয়া, আতাউর রহমান উতু, আব্দুন নূর মসলাই, আব্দুল কাদির, আব্দুল কাদির ললাই, সামসুদ্দিন সমছ, সালমান আহমদ, রিন্টু আহমদ খান, এডভোকেট জসীম, কবির আহমদ, জামাল উদ্দিন, আজিজ খান, মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ। প্রধান বক্তা মনিরুজ্জামান উজ্জ্বল তার বক্তব্যে বলেন, আগামী ৭ই মে আপনারা ধানের শীষে ভোট দিয়ে  আমাকে যদি নির্বাচিত করেন তাহলে ঢাকাদক্ষিণ ইউনিয়নে বিভিন্ন কাজে যে নিয়ম বহির্ভুত দুর্নীতি হয় তা আর হবে না। ঢাকাদক্ষিন বাজারের প্রধান সমস্যা জলাবদ্ধতা, বিভিন্ন পয়েন্টে বিজলী বাতির ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সন্ত্রাস মুক্ত আধুনিক মডেল ইউনিয়নে পরিনত করব বলে প্রতিশ্রুতি দেন।

বাঘা ইউনিয়নঃ বাঘা ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সায়্যিদ আহমদ সুহেদের সমর্থনে পরগনা বাজারে অনুষ্ঠিত পথসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সায়্যিদ আহমদ সুহেদ, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, এডভোকেট নিমার আলী, এনামুল হক, সাবেক ছাত্র নেতা ইকবাল আহমদ প্রমুখ। সভায় বক্তারা ৭ মে’র নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সদর ইউনিয়নঃ গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেবুল আহমদের সমর্থনে রাণাপিং বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল। বক্তব্য রাখেন লন্ডন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম সেবুল বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ।

সদর ইউনিয়নঃ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন জিলালের শেষ নির্বাচনী সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় মোকাম বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জিলাল উদ্দিন জিলাল। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে, মাস্টার তারেক জলিলের পরিচালনায় ও হাফিজ মো. তোফায়েলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সৈয়দ রেজাউল করিম আলো।

ভাদেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদ আহমদ লালার সমর্থনে সর্বশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ লালা, মাস্টার মকবুল আহমদ, প্রভাষক অনিরুদ্ধ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, মুক্তিযোদ্ধা রাজ্জাক মিয়া প্রমুখ। সভায় বক্তারা ৭ মে’র নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ লালাকে মোটর সাইকেল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এছাড়া ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সমর্থনে এবং বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান ফয়ছলের সর্মথনে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে