images

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী১৬)-কৃষি প্রতিবেদনঃ

বাশুরির মাঠে গুুটি, দিয়ে চষে আলু
বেশ টাকা লাভ করে, ধলু আর কালু৷
বড় বড় আলু দেখে, খুশী সব জনা
শুভ, রনি, আলী রেজা, গনি আর মনা৷
তাই দেখে জেহাদ আলী, সেও তার ফুটিতে
বিধি মেনে ইউরিয়া, দেন সার গুটিতে৷
সিদ্দিক নামে এক, আছে চাষী ভালো
মাছ, গাছ করে চাষ, করে ধান, ডালও৷
খামারের পাশ ঘেষে ,রম্নয়ে কচু তাতে
গুটি সার দেন পুতে, তিনি নিজ হাতে৷
রাতারাতি বেশ বড়, হয় পাতা কান্ডে
বিক্রিতে আসে টাকা,বহু তার ফান্ডে৷
ফনিভূষন মেম্বার, বাড়ি চিরাপাড়া
চাষ করে ফসলের, গুটি সার দ্বারা৷
লাভ গুনে ফনি আজ, আছে মহাসূখে
গুটি সারের কথা তাই, লোক মুখে মুখে৷
আউশ, আমন,বোরোতেও, কাউখালী জুড়ে
গুটি সারের সফলতা , দেখা যায় ঘুরে৷

সূত্রঃ কৃষিবার্তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে