বিনোদন প্রতিনিধি, মারুফ সরকার : এ সময়ের আলোচিত কন্ঠশিল্পী ও স্ট্রেজ কাঁপানো এই উপমা শুক্রবার এস আর মাল্টিমিডিয়া ষ্টার এ্যাওয়ার্ড ২০১৯ পেলেন। অনুষ্ঠানটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। উপমার প্রথম একক এ্যালবাম প্রকাশ করেন ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মতো মিক্সড এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের গানে প্লেব্যাক করার সুযোগ হয়েছে তার। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজেকে তৈরি করেছেন এ সময়ের গানের পাখি হিসেবে। দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো এর পাশাপাশি নিয়মিত টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভশো করে যাচ্ছে প্রতিনিয়ত। সঙ্গীতসহ নানা বিষয়ে কথা হয় উপমার সাথে- আপনার মোট কয়েকটি মিউজিক ভিডিও বের হয়েছে।
উপমা বলেন- আমার তিনটি মিউজিক ভিডিও বের হয়েছে। যেমন- ‘তোমারে সঁপেছি মন তুমি বোঝো না/তোমারই তো করি সাধনা/দুচোখের মণি করে, রাখব তোমারে ধরে, কোনো দিনও ছেড়ে যাব না/না রে পিরিতে এত জ্বালা আমি তা আগে জানি না’ উপমার গাওয়া ‘সঁপেছি মন’ গানের মুখ। কিছুদিন আগে ভিডিও আকারে গানটি তিনি প্রকাশ করেছি নিজের ইউটিউব চ্যানেলে। মাহমুদ জুয়েলের কথায় সুর-সংগীত করেছেন জে কে মজলিস। ভিডিও নির্মাতা খান মাহি। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৫০টি বলে জানিয়েছেন। এছাড়াও প্রায় আড়াই বছর আগে ইউটিউবে নিজের নামে চ্যানেল খোলেন উপমা। চলতি বছর প্রকাশিত তিনটি ভিডিওর দুটিই প্রকাশ করেছেন নিজের চ্যানেল থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে