ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে আজ তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত সংস্থার জেষ্ঠ্য কর্মকর্তা সানাউল হক বাসস’কে বলেন, এ প্রতিবেদন আজই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করা হবে।
তদন্তের স্বার্থে আসামীদের বিরুদ্ধে গত ২৯ মে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর একই মামলার ছয় আসামির মধ্যে মো. রঞ্জু মিয়াকে গ্রেফতারের পর কারাগারে রাখা রয়েছে। পলাতক আসামিরা হলেন- আব্দুল জব্বার, মো. জাফিজার রহমান, আব্দুল ওয়াহেদ, মমতাজ আলী বেপারী ও আজগর হোসেন খান। এ ছয় আসামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সুনির্দিষ্ট চারটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে-মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ওপর হামলা, হত্যা, বাড়িতে লুটপাট। গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামে অপরাধ করে এ আসামীরা। এ মামলায় আগামী ২৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে ট্রাইব্যুনালে দিন ধার্য রয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে