ডেস্ক রিপোর্টঃ জেলায় চলতি মৌসুমে গমের বাম্পার উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)।
ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৪৫ হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ১৫ হাজার হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে।
এরমধ্যে ৭ হাজার হেক্টর জমিতে প্রদীপ জাত, ৪ হাজার হেক্টরে বিজয়, আড়াই হাজার হেক্টরে শতাব্দী ও দেড় হাজার হেক্টর জমিতে বারি-২৫ জাতের গম আবাদ করা হয়েছে।
ডিএই’র উপ-পরিচালক মো. আশরাফ আলী বাসসকে বলেন, এ বছর জেলায় গমের চাষ বেড়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলার সাবাসপাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ ও সুভাষ চন্দ্র জানান, তারা এবার প্রতি বিঘায় কমপক্ষে ১০ মণ করে গম পাবেন।
আবদুল মজিদ বলেন, ‘গত বছর আমি এক বিঘা জমির গম বিক্রি করে ৮ হাজার টাকা পেয়েছিলাম।’
ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করেছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে