ডেস্ত রিপোর্ট : ফের বার্মিংহ্যাম। সেই এজবাস্টন স্টেডিয়াম। পাকিস্তানকে বিধ্বস্ত করার স্মৃতিটা এখনো ভুলেনি টিম ইন্ডিয়া। অন্যদিকে, প্রতিপক্ষ এবার টাইগার একাদশ। যারা নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গড়েছে ইতিহাস। নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। তাই আগামী ১৫ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কে ফেভারিট তা নিয়ে নিশ্চিত ভাবে বলাটা সহজ হবে না।

আপাত দৃষ্টিতে ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে টাইগাররা। একর পর এক রেকর্ড গড়ায় ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন টিম বাংলাদেশ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদুল্লাহর জুটি ক্রিকেট জগতকে জানিয়ে দিয়েছে টাইগারদের হুংকার। পাশাপাশি, ওপেনার তামিম ইকবালও আছেন দারুণ ফর্মে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের বিপক্ষেই রান পেয়েছেন তিনি।

অন্যদিকে, চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে ভারত। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে জায়গা করে নিয়েছে শেষ চারে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও রানের চাকা ছিল সচল। ৩২১ রান করেই মাঠ ছেড়েছিল বিরাট কোহলির দল।

তাই ক্রিকেট জগতের চোখ এখন বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে। ১৫ জুন বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

ব/দ/প

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে