ডেস্ক রিপোর্ট : কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না। যারা দেশ স্বাধীন করেছেন তাদের নাম রাজাকারের তালিকায় আসা দুঃখজনক। বুধবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এই তালিকার কারণে বিজয় দিবসের দিনে অনেকেই কষ্ট পেয়েছেন। আমি নিজেও কষ্ট পেয়েছি। সরকার প্রধান হিসেবে নিজের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

রাজাকারের তালিকায় যেসব মুক্তিযোদ্ধার নাম এসেছে তাদের শান্ত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তালিকা নিয়ে গোলমাল করে ফেলেছে; যা খারাপ হয়েছে। তবে পরের বার যাচাই-বাছাই করেই নতুন তালিকা প্রকাশ করা হবে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার চালাতে হলে বাংলাদেশকে জানতে হয়। যারা উড়ে এসে ক্ষমতায় বসে তাদের পক্ষে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়।

J/T

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে