Mark-Zuckerberg-016
বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ প্রতিবছরই নতুন নতুন লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়ন করে থাকেন ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জ্যাকারবার্গ। এবার নতুন বছর উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন  ভার্চুয়াল সহকারী সফটওয়্যার তৈরির পরিকল্পনা করেছেন তিনি।

এ বছরের মধ্যেই সফটওয়্যারটি তৈরি করা হবে। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একেবারেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারটি। জাকারবার্গের বাড়ি দেখাশোনা করার পাশাপাশি ঘরে বা অফিসের দৈনন্দিন বিভিন্ন কাজে সাহায্য করবে বিশেষায়িত এই সফটওয়্যার। এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ জানান, খুব সাধারণভাবে তৈরি সফটওয়্যারটি কণ্ঠস্বর শনাক্ত করে ঘরের বাতি নিয়ন্ত্রণসহ গান চালু বা বন্ধও করতে পারবে। বেড়াতে আসা অতিথিদের চেহারা শনাক্ত করাসহ ঘরের নতুন অতিথি ম্যাক্সেরও দেখাশোনা করবে।

– বিবিসি নিউজ

1 মন্তব্য

Leave a Reply to zakupy online উত্তর বাতিল

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে