সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মুর্শেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান,সিনিয়র সহকারী কমিশনার মোঃ মিনহাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই পর্যন্ত জেলা প্রশাসন কুড়িগ্রাম অত্যন্ত সফলতার সাথে করোনা ভাইরাস মহামারি মোকাবিলা করেছে।

বুস্টার ডোজের পাশাপাশি অল্পবয়সী এই শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে করোনা ভাইরাসের সমূল উৎপাটন সম্ভব হবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের জন্য জেলা প্রশাসক শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে চকোলেট বিতরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে