সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ,সুস্বাস্থ্য বার মাস ” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় অব্যবহৃত জায়গায় শাক সবজি চাষের পাশাপাশি মৎস্য উৎপাদনে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সেই ধারাবাহিকতায় রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্স পুকুরে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, পুলিশ লাইন্স’র আরআই, টিআই (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারদের নিয়ে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে