মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাচন অফিসের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার শাহিন, খোলা কাগজ প্রতিনিধি মোছা. শুভ্রা, পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া, দেশকণ্ঠ প্রতিনিধি ইসরাত জাহান মুক্তা প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে