ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাত ১২টায়।

১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর (রোববার) রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। রোববার পর্যন্ত মোট আবেদন হয়েছে প্রায় ৫৬ হাজার। তবে এবারের ভর্তি আবেদনের সময় বাড়ানো হবে না বলে একাধিক সূত্রে জানা গেছে।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির আইটি সেলের প্রধান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা সংক্রান্ত সব ধরণের তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ নভেম্বর।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে