The sculpture contains the name of Allah rtv

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার মুরাদনগরে এখন জনসাধারণের আকর্ষণের কেন্দ্র বিন্দু আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন আল্লাহু চত্বর। উপজেলা সদরের জিরো পয়েন্টে পাথরে খোদাই করে মহান আল্লাহর গুণবাচক ৯৯টি নাম সম্বলিত দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। যা দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজার হাজার উৎসুক জনতা। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে নির্মিত হয়েছে আল্লাহর ৯৯টি নাম সম্বলিত দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি। সু-বিশাল পিলারে গায়ে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম। এছাড়াও চূড়ায় বড় করে আল্লাহু লেখা থাকায় জায়গাটির নাম দেয়া হয়েছে আল্লাহু চত্বর।স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুনের নিজস্ব অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বর্ধন করায় খুশি স্থানীরা। বাহারি আলোকসজ্জার কারণে দিনের চাইতে রাতে ভাস্কর্যটি সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। যা দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা ।দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি রক্ষণাবেক্ষণে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মুরাদনগর থানা পুলিশ।

R/T/N/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে