মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অসহায় দুস্থ ও হতদরিদ্রদের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল না দিয়ে তাদের হাতে টাকা দিয়েছে ইউপি সচিব। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার সকাল ১১টায়  উপজেলার নিতাই ইউনিয়নে ৪৫ জন কার্ডধারীকে ১৫ কেজি করে চালের পরিবর্তে তাদের হাতে ১৭০ টাকা করে ধরিয়ে দেয় ইউপি সচিব আবু সুফিয়ান।
নিতাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, তার ইউনিয়নের সকল কার্ডধারীকে চাল দেয়া শেষ হয়েছে। কিন্তু কিছু অতিরিক্ত কার্ড বিলি করার কারনে  নিজের পকেট হতে তাদের টাকা দিতে হচ্ছে।
অপরদিকে চেয়ারম্যানের চাচা সিদ্দিকের গোডাউন থেকে  প্রায় ১শত ৩ বস্তা চাল জব্দ করে সিলগালা করেছেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আব্দুল হাই।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে