জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ২য় ধাপে ৬ষ্ঠ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন মো: রশিদুল ইসলাম। তিনি ঘোড়া প্রতিকে ২৮৩৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ মো: আবুল কালাম বারী আনারস প্রতিকে ২৮২০১ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম এম আশিক রেজা ফলাফল ঘোষণা করেন।

এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীকে ২১১২১ ভোট পেয়ে মহুবুবর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাহিদুল ইসলাম বই প্রতীকে পেয়েছেন ১৭৮৯৩ ভোট। ভাইস চেয়ারম্যান (নারী) পদে ফুটবল প্রতীকে ৩৬০১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা পারভীন হাঁস প্রতীকে পেয়েছেন ২৭৬২৩ ভোট।

সরেজমিনে ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত তথ্য মতে এই নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৪৬ শতাংশ ভোট পড়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে