কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,আ,ফ,ম মহিউদ্দিন শেখ : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রাম গেল ১২ আগষ্ট বর্ন্যায় ডুবে যাওয়ায় কারনে গ্রাম বাসী বাহাগিলি ইউনিয়ানের ঘাটেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়।
বর্ন্যার পানি ধীরেধীরে কমে যাওয়ায় বন্যাকবলিত সন্যাসী পাড়ার মানুষ তাদের বাড়ীঘরে ফিরতে শুরু করেছে।
 কিন্তু পানিতে ডুবে থাকার কারণে বাড়ীঘরের অবস্থা বেহাল হয়ে পড়েছে। সেখানে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
 শনিবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে,  গ্রামমেম্বার ও এলাকাবাসীকে একত্রিত করে বাড়ীঘর,রাস্তাঘাট মেরামত করে বসবাসের উপযোগী করে তোলেন। 
এ সময় সরকারীভাবে এলাকার গবাদিপশু গুলোকে রোগ নির্নয় সহ টিকা প্রদান করা হয়।
সেখানে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আগামী সংসদ নির্বাচনে ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলি ইউপি চেয়ারম্যান সহঃ অধ্যাপক আতাউর রহমান শাহ দুলু বর্ন্যাত গরীব দুস্থপরিবারের মাঝে চাল,ডাল,শুকনা খাবার সহ বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করে। সাথে ছবি আছে

 


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে