মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১শ’১১ পিচ ইয়াবা উদ্ধার করে থানা পুলিশ।  রবিবার সন্ধ্যা সারে ছয়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কিশোরগঞ্জ থানার এস আই রাফায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর ইউনিয়নের পুশনা গ্রামের মৃত কান্দু মামুদের ছেলে ইয়াবা ব্যবসায়ী  মজিদুল ইসলাম (৩৫) এর বাড়িতে অভিযানে যায়, পুলিশ আসার খবর পেয়ে ইয়াবা ব্যবসায়ী মজিদুল ও তার স্ত্রী নিশু বেগম বাড়ির পিছনের টিনের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়, পরে পুলিশ ওই ইয়াবা ব্যাবসায়ীর বাড়ি তল্লাসী করে ঘরের ভিতর থেকে ১শ’ ১১ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি গ্যাসলাইট, সিগারেটের খোসাসহ ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে, ওসি আরো বলেন, এ ঘটনায় মজিদুল ও তার স্ত্রীসহ অঞ্জাত আরো দুজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে