মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ,(নীলফামারী) প্রতিনিধিঃ ইজারা ছাড়াই চাঁড়ালকাটা নদীর স্তুপকৃত সরকারি বালু চুরি করে নিয়ে যাওয়ার সময় সোহাগ হোসেন (৩২) নামে এক জনের এক লাখ টাকা জরিমানা ও শ্রী শ্যামল চন্দ্র (২০) নামে অপর এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা বেগম।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি গ্রামে।

সহকারী কমিশনার ভূমি সানজিদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ষ্টিল ব্রীজের পূর্বদিকে চাঁড়ালকাটা নদীর খননকৃত স্তুপ থেকে সরকারী বালু চুরি করে নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপনে সংবাদপেয়ে বালুর পয়েন্ট থেকে বালু লুট করে নিয়ে যাওয়ার সময় একজনকে এক লাখ টাকা জরিমানা এবং অপর জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে বালু লুটের মূল হোতা কে তাঁকে শনাক্ত করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে