মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ সত্য ও সঠিক তথ্যের সন্ধানে সর্বদাই নিবেদিত শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে রিপোর্টার্স ইউনিটি তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।

উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নাগরিক কমিটির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম (সাজু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জনকল্যাণ ফোরামের সভাপতি সাবেক চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান (আনু), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল ইসলাম, কিশোরগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ মফিজুল ইসলাম, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরে আলম সিদ্দিকী (দুলাল), সাধারন সম্পাদক এম,আর আলামিন, অখন্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের প্রধান সমন্বয়ক মোঃ রুহুল আমিন প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মাস্টার, বিডি নীয়ালা নিউজের সম্পাদক মোঃ মাহফুজার রহমান মন্ডল, সাহিত্য শিখা পরিষদের সভাপতি মোঃ আজহারুল ইসলাম আল- আজাদ, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জনগণের বার্তা পত্রিকার সম্পাদক মোঃ বাদশাহ আলমগীর, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের সহ-সাধারন সম্পাদক মোঃ সফিউজ্জামান সাদেকুল, দলিরাম শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক প্রমূখ। উক্ত বর্ষপূতি অনুষ্ঠানে ১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা দেওয়া হয়। অনলাইন নিউজ পোর্টালে বিশেষ অবদান রাখায় বিডি নীয়ালা নিউজের সম্পাদক ও বিশিষ্ট কবি মোঃ মাহফুজার রহমান মন্ডল সহ ১৩টি প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়।

কিশোরগঞ্জ উপজেলা ভিক্ষুক মুক্ত’র উপরে, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী, মাদক মুক্ত’র উপরে এম হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ থানা, নীলফামারী, বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উপরে এ.কে.এম. ছাইয়েদ হোসেন সাবুল, সাধারন সম্পাদক, জনকল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ, নীলফামারী, অখন্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের উপরে মোঃ রুহুল আমিন, প্রধান সমন্বয়ক, অখন্ড বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ, নীলফামারী, সংবাদের উপরে মোঃ এম.আর আলামিন সাধারন সম্পাদক, জেলা রিপোর্টাস ইউনিটি, নীলফামারী, শিক্ষার উপরে মোঃ গোলাম আজম, প্রধান শিক্ষক, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, প্রধান শিক্ষক, সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী, খেলাধুলা ও সামাজ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র, কিশোরগঞ্জ, নীলফামারী ও শ্রম কল্যাণ পাবলিক পাঠাগার, দলিরাম, কিশোরগঞ্জ, নীলফামারী, কৃতিত্বের উপরে মোঃ শাহিন আলম অধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধ গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট২০১৮ (অনুর্ধ-১৭) উপজেলা চ্যাম্পিয়ন, আজহারুল ইসলাম আল-আজাদ, সাহিত্য শিখা পরিষদ, কিশোরগঞ্জ, নীলফামারী, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠায় অবদান রাখায় প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সম্মাননা দেওয়া হয় বাদশাহ আলমগীরকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলায়াত করেন আব্দুল আজিজ, গীতাপাঠ করেন তপন চন্দ্র রায়।

বর্ষপূতি ও সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক দাবানল পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার হামিদ উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে যোগদান করলে তাকে ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রউফুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি বাদশাহ আলমগীর সহ সকল সদস্য ফুল দিয়ে বরণ করে নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে