মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দোকানদার ও দোকানে কেনাকাটা করার জন্য আগত ব্যক্তিরা তারা মাস্ক ব্যবহার করছেন না। মাইকিং করে সচেতনতা করার পরেও তারা মাস্ক ছাড়া বাজারে চলাফেরা করছে।

বৃহঃপতিবার সকালে কিশোরগঞ্জ বাজারে হাজী গার্মেন্টস এন্ড ক্লোথ ষ্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান। এর আগে তিনি ২৪ জানুয়ারী থেকে আজ বৃহঃপতিবার বার পর্যন্ত ২৭ জানুয়ারী পর্যন্ত প্রায় ৯টি মামলা দেন ও জরিমানা করেন ৪ হাজার ২ শত টাকা। এবং এ সময় সবার মাঝে প্রায় ৩ শত ৬০ টি মাস্কও বিতরণ করেন।

এর আগে জনগণ তথা বিভিন্ন ইউনিয়নে মানুষকে মাইকিং করে সচেনতা মূলকভাবে সবাই কে জানানো হয় যে, সব সময় মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে বলে মাইকিং করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে