কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ ৭ আগষ্ট ২০২১ইং শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং মাগুড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাগুড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু শফি মামুদ, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা। সকাল ১০টা থেকে শুরু হওয়া ৬শত জন নারী পুরুষের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়। উল্লেখ্য যে, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসুচি চালু থাকার কথা থাকলেও দুপুর ২টার টার মধ্যে ৬শত টিকা শেষ হয়ে যায়। ফলে টিকাদান কেন্দ্র থেকে শতাধিক নারী পুরুষকে টিকা না পেয়ে ফেরৎ আসতে দেখা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে