মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকান্ডে ২৫ টি পরিবারের ৩০ টি বসতঘর ৬ টি গরু, ১১ টি ছাগল ও অসখ্য হাঁস-মুরগি, নগদ টাকাসহ ঘরে রক্ষিত মালামাল পুরে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত সারে তিনটার দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পানিয়াল পুকুর তেলিপাড়া গ্রামে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সারেতিনটার দিকে নিতাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মনেরা মামুদের ছেলে লতিবর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ২৫ টি পরিবাবের ৩০ টি বসতঘর, ১১ ছাগল, ৬ টি গরু, নগদ টাকাসহ ঘরে রক্ষিত মালামাল ধান,চাল, তামাক,আলু হাঁস মরগিসহ সবকিছু আগুনে পুরে ছাই হয়ে গেছে।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মুত্তাকিনুর রহমান আবু বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদুল হক জানান, নিতাই ইউনিয়নের তেলিপাড়ায় অগ্নিকান্ডে ১৬ টি পরিবারের ৩০ টি ঘর, গরু ছাগল, হাঁস মুরগী, নগদ টাকাসহ সবকিছু পুরে গেছে। সঠিক সময়ে ফায়ার সার্ভিসকে খবর না দিলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, প্রাথমিকভাবে আগুনে পুরে যাওয়া পরিবারগুলোর মাঝে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণসহ, শুকনো খাবার ও কম্বল বিতরন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে