কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠানে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে AWAK( Student Welfare Assosiation of kishoregonj) আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫ টার সময় প্রায় ১ শত ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল।

অনুষ্ঠানে বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: হোসাঈন মোঃ সায়েম। প্রধান আলোচক ছিলেন হক ডায়গনিষ্টিক সেন্টার রংপুরের সত্বাধিকারী ডা: জিকরুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক খায়রুল আনাম,মোনামনি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর, কিশোরগঞ্জ  ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সত্বাধিকারী রেজাউল করিম রেজা, এ কে ফাউন্ডেশনের আহবায়ক আবু হানিফ শেখ জুয়েল, রংপুর ডায়াগনিস্টিক সেন্টারের চেয়ারম্যান এ কে এম তাজুল ইসলাম ডালিম, প্রতিষ্ঠাতা পরিচালক দারুন নাজাহ্ স্কুল এন্ড মাদ্রাসা ও এ কে ফাউন্ডেশনের উদ্যোক্তা আব্দুল কাইয়ম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাদু মিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোহিনুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন AK ফাউন্ডেশন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে