কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): সারা দেশের নেয় গতকাল নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্ববাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ হইতে দুপুর ১টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন।

মাগুড়া মাস্টারপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সয়রাগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা ভোট প্রদান করেন। উল্লেখ্য যে, প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং এজেন্টসহ আইন শৃংখলা বাহিনী নির্বাচনী কাজে নিয়োজিত ছিল।

মাগুড়া এম আলী ও মাগুড়া দর্জি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা আখতার ও তৌহিদুজ্জামান রতন জানান আইন শৃংখলা বাহিনী থেকে শুরু করে একটি নির্বাচন করতে যা কিছু দরকার তা কোনটাই কমতি ছিলনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে