মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ যথাযোগ্য মর্যাদার সহিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মাগুড়া কলেজ যথাযোগ্য মর্যাদার সহিত মহান স্বাধনিতা দিবস উদযাপন করেন। দিবসটি উপলক্ষে সকাল ৮.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন অত্র কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ। এ সময় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবার রহমান শাহ।

দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করেছেন। মাগুড়া দুলাল মিঞা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সহিত মহান স্বাধীনতা দিবস পালন করেন। দিবসটি উপলক্ষে সকাল ৮.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল ১১টায় ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল মিঞা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কাওছার হামিদ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, রতনা আক্তার, সুরুজ মিয়া,শিক্ষা সহায়ক নুরমোহাম্মাদ, মোছা: মুর্শিদী আক্তার মুন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাংবাদিক কাওছার হামিদ। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও বহিরাগতসহ প্রায় ২০জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে