নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ (নীলফামারী) : যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন। যথাযোগ্য মর্যাদার সহিত উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক পালন করেন। দিবসটি উপলক্ষ্যে শোক র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, কিশোরগঞ্জ উপজেলা শাখা ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন। দিবসটি উপলক্ষ্যে, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি দোয়া কামনা করা হয়। মাগুড়া কলেজ যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করেছেন দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন অলোচনা সভায় অংশ নেয় অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবার রহমান শাহ, প্রভাষক শাহ মোঃ আব্দুর রাজ্জাক, প্রশান্ত রায়, প্রদর্শক বলরাম পালসহ কর্মচারী বৃন্দ। সভাটি উপস্থপনা করেন অত্র কলেজের প্রভাষক আনিছ প্রামানিক। মাগুড়া উচ্চ বিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক পালন করেন, দিবসটি উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কর্ম জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ,সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী শাহ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। মাগুড়া খামাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক পালন করেন। দিবসটি উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদেও মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা,কবিতা আবৃতি ও আলোচনা সভা প্রধান শিক্ষক সাহনাজ আখতারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজাদুল করিম আজাদ, গোলাম মোস্তফা চাঁন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে