কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী- পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসে সহযোগীতায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আরডিআরএস, ল্যাম্প শো প্রকল্প ও মহিলা উন্নয়ন সমিতির অংশগ্রহনে আন্তর্জাতিক নারী দিবস/১৯ উপলক্ষে র‌্যালি নারী সমাবেশ, বাটিকা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার এর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মাঠে উন্নয়ন মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

উন্নয়ন মেলায় হাতের কাজের রকমারী বুটিক পণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা, নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ ও শিশু, নারী নির্যাতন বন্ধে লিফলেট প্রদর্শন করা হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের সভাপতি মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার বলেন, সময় এসেছে এখন নারী উন্নয়নের, বদলে যাচ্ছে গ্রাম ও শহরের কর্মজীবন ধারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সাব- রেজিস্টার কিশোরগঞ্জ, তহিদুল ইসলাম, উপজেলা প.প কর্মকতা, মাহামুদুল হাসান ও জনস্বাস্থ্য কর্মকর্তা তানভীর আহম্মেদ প্রমুখ।পরে স্থানীয় শিল্পিদের সঙ্গীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে