কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী জেলা প্রতিনিধি: বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,সুশীল সমাজসহ সর্বস্তরের জনসাধারণের সাথে নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে
অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অনুষ্ঠানের কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষকে ফুলেল শুভেচ্ছা জানান।,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিক।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সিনিয়র সাংবাদিক আলম হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরায়ার্দী গ্রের্নেড বাবুসহ ৯ ইউনিয়নের চেয়ারম্যান।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৯ ইউনিয়নের চেয়ারম্যানগণ কিশোরগঞ্জ উপজেলা গ্রামীণ রাস্তাঘাট,মিনি ইপিজেড,টেকনিক্যাল কলেজ,কিশোরগঞ্জ হাট,বাফলার বিল ইজারা, টটুয়ার রারুনীর পাশে হিন্দু সম্প্রদাযের মন্দীর সংস্কারসহ বিভিন্ন ধরনের দাবী তুলে ধরেন। পরিশেষে এসব দাবীর প্রেক্ষিতে নবাগত জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ কিছু দাবীর সাথে একমত পোষন করেন এবং তিনি ভিক্ষকদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবারের প্রতিশ্রæতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মানানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রেসিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শাহনেওয়াজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে