কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ  ধাইজান নদীতে জাল দিয়ে মাছ  ধরতে গিয়ে পানিতে ডুবে সালাম মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সারে ছয়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি ময়দানের পাড় নামক স্থানে। সে একই গ্রামের জয়নুদ্দি মিয়ার ছেলে।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, বুধবার সকাল সারে ছয়টার দিকে বাহাগিলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নদীর পাড় গ্রামের বাসিন্দা জয়নুদ্দি মিয়ার ছেলে আব্দুস সালাম ধাইজান নদীতে মাছ ধরতে যায়। 
এসময় ময়দানের পাড় নামকস্থানে গিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় জালসহ নদীতে তলীয়ে যায়।  নদী পারে থাকা মানুষজন সালামকে নদীতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে খোঁজাখুজির দেড়ঘন্টা পর ৮ টা ৫ মিনিটে সালামের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, খবর পেয়ে আমরা তাতক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু ফায়ার সাভিসের ডুবুরীদল আসার আগেই এলাকাবাসী যুবক সালামের লাশ উদ্ধার করে। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে