মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ  কোচিং শেষে বাড়ি ফেরার সময় দশম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তায় ইভটিজিং করার অপরাধে স্বপন রায়(২০) নামে এক বখাটেকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ। ঘঁটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৬ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দামালের ঘাট এলাকায়। 
কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ভরত চন্দ্র রায়ের কন্যা ও মেলাবর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী কোচিং শেষে বাড়ি ফিরছিল। এসময় বড়ভিটা ইউনিয়নের দামালের ঘাট পাকা রাস্তার উপরে জলঢাকা উপজেলার গাবরোল সাধুপাড়া টগরার ডাংগা গ্রামের নির্মল রায়ের ছেলে ওই ছাত্রীকে ইভটিজিং করে।  মেয়েটির চিৎকারে এলাকাবাসী নির্মল রায়কে আটক করে বড়ভিটা ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। 
পরে উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে ঘঁনার সত্যতা পেয়ে নির্মলকে ছয়মাসের সাজা প্রদান করে। উল্লেখ্য যে এর আগে গত ১৯-১১-১৯ ইং তারিখে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কলকুঠি পারার আবুল কালামের মেয়ে এবং জেএসসি পরীক্ষাথর্ী কারিমা আক্তার কারনিজ বখাটের উৎপাত সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামী নির্মল রায়কে সোমবার  নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে। সাথে ছবি আছে

কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাজ্জাকুল ইসলাম আর নেই
মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ  কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক রাজ্জাকুল ইসলাম রাজা আর নেই।
 গতকাল রবিবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সলিমুল্লা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে বন্ধু  বান্ধনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। 
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক আলম হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মামুন অর রশিদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন।  দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু,দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি ম মাফি মহিউদ্দিন ।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে