SAMSUNG CAMERA PICTURES

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি রাস্তার ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় খামার গাড়াগ্রাম বিএস পাড়ার ১৫ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি পরিবার গুলোর মধ্যে বাচচা মিয়া, আব্দুর সালেক, বাদশা মিয়া, মাহাম্মাদ আলী, ফেরেজা বেগম, মজিদুল ইসলাম, ফজলুল হক মিস্ত্রি ও চাঁন মিয়া জানান খামার গাড়াগ্রাম বিএস পাড়া গ্রামের মৃত আফতাব হোসেনের পুত্র আলতাব হোসেন পানি নিস্কাসনের রাস্তায় বসতবাড়ী করায় ড্রেনের মুখ বন্ধ হওয়ার ফলে আমাদের বসতবাড়ী পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ১০/১৫টি পরিবারে হাটু পানিতে পরিনত হয়েছে। পানি বন্দি হয়ে পড়ায় গৃহ পালিত পশু পাখি,হাস,মুরগী, গরু, ছাগল নিয়ে বিপাকে পড়ছে ওই পরিবার গুলো। নিজ বাড়ীতে চুলা জালাতে না পেরে কয়েকদিন ধরে অন্যের বাড়িতে রান্না করে খাচ্ছে। টানা বর্ষন ও ড্রেনের পানি যাওয়ার মুখ বন্ধ হয়ে যাওয়ায় ২০ থেকে ৩০টি পুকুর তলিয়ে গিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। পানি বেড়িয়ে যাওয়ার রাস্তা না থাকায় ওই এলাকার টয়লেট গুলো তলিয়ে গিয়ে মলমুত্র ভাসিয়ে বেড়াচ্ছে এতে রোগ জীবানু ছড়াচ্ছে। পানি শুকিয়ে গেলে ওই এলাকায় রোগের প্রাদৃর্ভাব দেখা দিতে পারে বলে সচেতন মহল মনে করেন। তাই পানি বন্দি পরিবার গুলোর সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে এলাকাবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে