মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশ। সোমবার ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় থানা চত্বরে এসব শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এসআই রাফায়েতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তাব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল।

প্রধান অতিথি তার বক্তাব্যে বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” পুলিশ জনগণের বন্ধু। জনগণ ভ্যাট দেয় সেই টাকায় আমরা বেতন পাই। থানায় এসে কেউ যদি হয়রানি হয় তাহলে সাথে সাথে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব। সবশেষে তিনি বলেন থানায় মামলা করতে কোন টাকা লাগেনা জিডি করতেও কোন টাকা লাগেনা। কেউ যদি টাকা চায় আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে