কান্না জর্জরিত আব্দুল হাই

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যাক্তির জালি কুমড়া, শসা ও কায়তার প্রায় চার শতাধিক গাছের গোড়া কেটে দিয়েছে দূরবিত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে। অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে একই গ্রামের মতিয়ারে ছেলে আবু বক্কর ও তার দলবল এ কাজ করেছে বলে জানান আব্দুল হাই। কাচারী পাড়া গ্রামের মৃত আছহাব আলীর ছেলে আব্দুল হাইয়ের প্রায় ১৬ শতক জমিতে চাষ করা শ্বজি জালি কুমড়া,শসা ও কায়তা  রোপন করে। সেখান থেকে প্রতিদিন এক হাজার টাকার স্বজি বিক্রি করেন সংসার চালান। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে জমি থেকে স্বজি তুলতে গিয়ে দেখেন সমস্থ স্বজি গাছের গোঁড়া কাঁটা। তখন আব্দুল হাই হাউমাউ করে কেঁদে উঠেন। এর কিছুদিন আগে একই গ্রামের মতয়ারের ছেলে আবু বক্কর সাথে তাদের ঝগড়া হয়। তখন আবু বক্কর তাকে পঙ্গু করে দিবে বলে প্রকাশে হুমকিও দিয়ে ছিলেন বলে জানান আব্দুল হাই। পরে ২৮ মে আবু বক্করকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ হারুন অর রশিদের সাথে কথা তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে