মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ একটু বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারনে গত ২ মাস যাবৎ ২০ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তায় পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এ অবস্থা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়াগ্রামের বাসিন্দাদের ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলতি বছর বর্ষা মৌসুমের শুরুতেই কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার প্রায় ২০ টি পরিবার সৃষ্ঠ জলাবদ্ধতার কারনে দুর্ভোগে পড়েছে। বর্ষা মৌসুম এলেই তাদের দুর্ভোগ বেড়ে যায়। রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে দৈনন্দিন কাজ কর্মের পাশাপাশি তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্টানে যেতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি নানান রোগে আক্লান্ত হচ্ছে তারা।
মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস (৭০) বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে সৃষ্ঠ ও স্থায়ী জলাবদ্ধতার কারনে গ্রামের ১৫ থেকে ২০ টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন বাড়ি ঢুকতে ও বের হওয়ার সময় হাঁটু পরিমান পানি পার হওয়ার কারনে পায়ে চুলকানি রোগ ধরেছে। এ দুরঅবস্থা থেকে আমরা পরিত্রান চাই।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল ইসলাম বলেন, আমি চার পাঁচ দিন আগে ওই গ্রামে গিয়েছিলাম তখন পানি আরো বেশি ছিল। কয়েকদিনের প্রখর রোদের কারনে পানি একটু শুকিয়ে গেছে। আমি বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বলেন, আমিও গ্রামটিতে গিয়েছিলাম। সেখানে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে