মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ  বিদ্যুতের শট সাকিট আগুন লেগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পাড়ঘাট ব্রীজের পাড় সংলগ্ন বাবলু মিয়া নামে মুদি ব্যবসায়ীর দোকান ঘর সহ ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২ টার সময়। এ ঘটনায় বাবলু মিয়ার প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক জানান, শুক্রবার  রাত ১২ টার দিকে বিদ্যুতের শট সাকিট থেকে আগুন লেগে নিতাই ইউনিয়নের পাড়ঘাট ব্রীজ সংলগ্ন এলাকার বাবুল মিয়া একটি মুদি দোকান সহ ৭ টি থাকার ঘর এবং দোকান ঘরে থাকা সমস্ত মালামাল, টাকা পয়সা, ফ্রিজ,টিভি সহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকানদার বাবলুর প্রায় কয়েক  লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আবু হাসনাত সরকার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রাথমিকভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। সরকারীভাবে তালিকা করে আগামীকাল কাল তাঁকে টিন ও নগদ টাকা বিতরণ করা হবে। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে