কাওছার হামিদ, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে কোন কারণ ছাড়াই প্রায় একমাস ধরে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সচিব হামিদুর রহমান।

কর্মস্থলে না আসার ফলে ওই ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু সনদ সহ বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজের ব্যাঘাত ঘটছে। জন্ম সনদে বয়স সংশোধনে আসা বুলবুল হোসেন, ট্রেড লাইসেন্স নিতে আসা জামিয়ার রহমানসহ ভুক্তভোগি অনেকে অভিযোগ করে বলেন, পরিষদের সচিব না থাকায় কোন কাজ হচ্ছেনা, আমরা হয়রানী হয়ে বেশ কয়েকদিন ধরে ফেরত যাচ্ছি।

এ ব্যাপারে অত্র ইউনিয়নের সচিব হামিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন সচিব হামিদুর রহমান আমাকে কোন কিছু না বলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছে। এছাড়া সচিবের নামে জন্ম সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন কাজের দূর্নীতির অভিযোগ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে