কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নে মাদক, জুয়া এবং অসামাজিক কর্মকান্ড বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আখতারুজ্জামান মিঠু।

জানাগেছে তিনি দায়িত্ব গ্রহনের পর প্রথম সভায় সকল সদস্যদের নিয়ে মাগুড়া ইউনিয়নকে একটি মাদক এবং জুয়া মুক্ত মডেল ইউনিয়ন গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সকল সেবা হয়রানী ছাড়া খুব সহজেই যাহাতে মানুষ পায়, সে ব্যাপারে তিনি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সকল কাজের ভাউচারের আওতায় নিয়ে এসেছেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের যেসব সেবা রয়েছে তা সঠিক ভাবে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার বদ্ধপরিকর। নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান মিঠুর সাথে মুঠো-ফোনে কথা হলে তিনি বলেন আমি মাগুড়া ইউনিয়নের সকলেরই চেয়ারম্যান। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং মাগুড়া ইউনিয়নের জনসাধারনই আমার একমাত্র শক্তি। তবে মাদক ,জুয়া ও অসামাজিক কর্মকান্ড ব্যাপারে সে যে, দলের লোক হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে