আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে সস্ত্রাসবিরোধী অভিযানে ৬ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে কাশ্মীরের অনন্তনাগ জেলায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বীজবেহারার সেকিপোরা গ্রামের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় ওই ছয় জঙ্গি।

রাজ্য পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, “নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। তাতেই ওই জঙ্গিদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের সন্ধানে এখনও অভিযান চলছে ওই এলাকায়।”

সতর্কতা হিসাবে অনন্তনাগে ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। এদিকে মাত্র তিন দিন আগে রাজ্যটির সোপিয়ান এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে চার জঙ্গি নিহত হয়। মৃত্যু হয় এক জওয়ানেরও।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে