জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নেরক নান্দিনা কামালিয়া গ্রামের কৃষক কালামের বসত বাড়ীতে ইলেকট্রিক শর্ট সার্কিটে গোয়াল ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে গোয়াল ঘর সহ ৩ টি গরু আহত অবস্থায় উদ্ধার করা হয়। যার মধ্যে দুটি গরুর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায়, ক্ষতিগ্রস্ত কালাম সেখ জানান, আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, এস. এম শহীদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি ভাবে সাহায্যের আশ্বাস দেন ও নগদ ৫ হাজার টাকা হাতে তুলে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে