আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার রাজধানী অটোয়াতে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে পাইলট নিহত হয়েছে। এই সংঘর্ষে একটি বিমান দুমড়েমুচড়ে স্থানীয় একটি মাঠে পড়ে যায়।

রোববার স্থানীয় সময় ভোরে অটোয়ার পশ্চিমে অন্টারিও এলাকার ১৮ মাইল দূরে কার্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টুরবোপ্রোপ পিপার পিএ-৪২ ও সেসনা এয়ারক্রাফটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়।

ঘটনার তদন্তকারী অফিসার বেভারলি হার্ভির দাবি, মাঝ আকাশে একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনার ঘটনা কানাডায় প্রথম নয়। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে সেসনা এয়ারক্র্যাফ্ট সংস্থার ওই বিমানটি দুমড়েমুচড়ে স্থানীয় একটি মাঠে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। ওই বিমানে তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।

কানাডা পরিবহনের এক মুখপাত্র, সংঘর্ষের পর টুরবোপ্রোপ পিপার পিএ-৪২-এর রুট পরিবর্তন করে অটোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে